ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

শিক্ষা

অবরোধের জন্য ঢাকায় ৭ স্পটে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, জুলাই ৭, ২০২৪
অবরোধের জন্য ঢাকায় ৭ স্পটে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা

ঢাকা: ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি বাস্তবায়ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা।  

রোববার (৭ জুলাই) আড়াইটা থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিছিল নিয়ে আন্দোলনে যোগ দিচ্ছেন।

 

শিক্ষাথীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, উপাচার্যের বাসভবন, রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে অবস্থান নেবেন।  

শাহবাগ ছাড়াও রাজধানীর আরও ৭টি স্পটে শিক্ষার্থীরা অবরোধ করবেন বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমম্বয়ক সারজিস আলম।  

এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অমর একুশে হল, শহীদুল্লাহ্ হল ও ফজলুল হক মুসলিম হল, বোরহান উদ্দিন ডিগ্রি কলেজ, ও বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীরা চানখারপুলে অবস্থান নেবেন।  

এছাড়া ঢাকা কলেজ, সিটি কলেজ ও ইডেন মহিলা কলেজ নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবস্থান নেবেন।  

ঢাবি শিক্ষার্থীদের একাংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও মোড়ে অবস্থান নেবেন।  

এছাড়া তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে রাস্তা অবরোধ করবেন বলে জানা গেছে।  

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে ২০১৮ সালের পরিপত্র বহালসহ ৪ দফা দাবিতে শিক্ষার্থীরা সর্বাত্মক আন্দোলন করে আসছেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।