ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের অবরোধে সাড়ে ৩ ঘণ্টা অচল রাজধানী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
শিক্ষার্থীদের অবরোধে সাড়ে ৩ ঘণ্টা অচল রাজধানী শাহবাগে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি। ছবি: ফাহিম হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারি সব গ্রেডের চাকরিতে যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ, বাংলামোটর, সায়েন্সল্যাব, মৎস্যভবন, পল্টন মোড়, গুলিস্তানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ রেখেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিট থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন মোড়ে অবরোধ শুরু করেন।

সেখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর মোড়, কারওয়ান বাজার মোড়, মৎস্যভবন, ফার্মগেট মোড়, চানখারপুল, গুলিস্তান জিরো পয়েন্ট, পল্টন মোড় অবরোধ করেন তারা।

সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে এসব গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে আছেন শিক্ষার্থীরা। ফলে রাজধানীর এসব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।  

সরেজমিনে দেখা যায়, রাজধানীর শাহবাগে শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। কোটা না মেধা- প্রশ্নের উত্তরে শিক্ষার্থী সমস্বরে- মেধা মেধা বলে স্লোগান দেন। এ ছাড়া কোটা প্রথা নিপাত যাক, বাংলা ব্লকেড চলবেসহ নানা স্লোগান দিচ্ছেন তারা।  

তাদের বিভিন্ন কবিতা আবৃত্তি ও গান গাইতেও শোনা যায়। কারার ঐ লোহ কপাটের মতো বিদ্রোহের গানের পাশাপাশি বিভিন্ন দেশাত্মবোধক গান গাইছেন শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী কোটাবিরোধী স্বরচিত কবিতা আবৃত্তি করছেন।  

শাহবাগ চত্বরে শিক্ষার্থীরা একটি গ্রাফিতি এঁকেছেন। যেখানে লেখা- একদিকে কোটার বাঁশ, তার ওপর প্রশ্ন ফাঁস।  

এ ছাড়া চানখারপুল এলাকা রাস্তা অবরোধ করে শিক্ষাথীদের ফুটবল খেলতে দেখা গেছে। ফার্মগেটে শিক্ষার্থীরা উড়াল সড়ক তিন ঘণ্টা ধরে বন্ধ রেখেছেন। বন্ধ রয়েছে সায়েন্সল্যাব মোড়ও।  

রাত ৮টায় ‘ব্যাক টু শাহবাগ’

এদিকে বিভিন্ন পয়েন্টে অবরোধরত শিক্ষার্থীদের রাত ৮ টার মধ্যে শাহবাগ আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনের অন্যতম সমম্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা সবগুলো ইউনিটকে ৮টার মধ্যেই শাহবাগ আসতে বলেছি। সবাই ফিরলে শাহবাগ থেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।