ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বরিশাল: সরকারি চাকরিতে কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রথমে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ হয়।

পরে বরিশাল কুয়াকাটা মহাসড়কে  বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় তারা বলেন, সব চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কার করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে আন্দোলন করছেন তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানান তারা।  তারা প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

এদিকে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে গত রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

রোববার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দুটি আবাসিক হল থেকে প্রথমে এ বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভকারী  শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সামনে থেকে মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।  

উপাচার্য ভবনের সামনে কিছুক্ষণ বিক্ষোভ করতে দেখা যায় তাদের। পরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মিছিল নিয়ে নামেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরেও বিক্ষোভ মিছিল করেন তারা। প্রায় এক ঘণ্টা ধরে চলে মিছিল।

এ সময় শিক্ষার্থীরা- তুমি কে, আমি কে রাজাকার, রাজাকার; অলিতে গলিতে রাজাকার রাজাকার; কোটা না মেধা, মেধা মেধা এবং আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে; রাজপথে পুলিশ কেন, জবাব চাই জবাব চাই-সহ নানা স্লোগান দেন।

এর আগে, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা দেশক্তবোধক প্রতিবাদী গান, আবৃত্তি পরিবেশন করেন।

পরে রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।