ঢাকা, মঙ্গলবার, ১ শ্রাবণ ১৪৩১, ১৬ জুলাই ২০২৪, ০৯ মহররম ১৪৪৬

শিক্ষা

কোটা ইস্যু

দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১৫

দিনাজপুর: দিনাজপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

এর আগে কোটা সংস্কারের দাবিতে কলেজ মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন। একপর্যায়ে রাস্তায় বসে অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।  

পরে কলেজ মোড়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।