ঢাকা, মঙ্গলবার, ১ শ্রাবণ ১৪৩১, ১৬ জুলাই ২০২৪, ০৯ মহররম ১৪৪৬

শিক্ষা

প্রগতি সরণি অবরুদ্ধ, থমথমে পরিস্থিতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
প্রগতি সরণি অবরুদ্ধ, থমথমে পরিস্থিতি

ঢাকা: রাজধানীর প্রগতি সরণি অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীদের আন্দোলনে কুড়িল বিশ্বরোড, প্রগতি সরণি, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা প্রগতি সরণি সড়ক অবরোধ করেন।

সরেজমিনে দেখা যায়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইমপেরিয়াল আইডিয়াল কলেজ, বনশ্রী আইডিয়াল স্কুল, ইউআইটিএসসহ আশপাশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন।

অবরোধে কোনো যানবাহন চলছে না। শুধু অ্যাম্বুলেন্স চলতে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, গাছের ভাঙা ডাল ও লাঠিসোঁটা বহন করতে দেখা যায়।  

এদিকে দুপুর থেকে নতুন বাজারে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভাটারা থানার সামনে অবরোধ করেন।  

শিক্ষার্থীরা জানান, দুপুরে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন। তখন পুলিশ নীরব ভূমিকায় ছিল। এ কারণে তারা নতুন বাজারে সবকটি সড়কে অবরোধ করেছেন।

নতুন বাজার এলাকায় এক প্রকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  

যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা কেউ কেউ পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। আবার অনেকে রিকশা নিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।  

শিক্ষার্থীদের রাস্তার মাঝখানে রং দিয়ে বিভিন্ন স্লোগান লিখতে দেখা যায়।  

বাড্ডা ও রামপুরা ব্রিজ এলাকার ইউলুপ, মধ্য বাড্ডা এবং নতুন বাজারে সড়কের মধ্যে বাস রেখে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
ইএসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।