ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

জবির দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে পুলিশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
জবির দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে পুলিশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে থেকে আন্দোলনকারী সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীকে পুলিশ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।  

বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীদের আটকের এ ঘটনা ঘটে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি ‘কমপ্লিট শাটডাউন’ থাকায় ক্যাম্পাসের সামনে আগে থেকেই পুলিশের কড়া অবস্থান ছিল। সকাল থেকেই মানুষজন জড়ো হলে সরিয়ে দিচ্ছিল পুলিশ। পরবর্তীতে দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে জবির প্রধান ফটকের সামনে থেকে দুজন শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে তুলে নিয়ে যায় কোতোয়ালি থানা পুলিশ।

সন্দেহভাজন হিসেবে তুলে নেওয়া শিক্ষার্থীরা হলেন- কম্পিউটার সায়েন্সের ১৪ তম আবর্তনের মো. অপূর্ব কর্মকার ও খন্দকার জালাল।

কোতোয়ালি থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাতবর জানান, ক্যাম্পাস বন্ধ থাকার পরও তারা ক্যাম্পাসের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদের মোবাইলে আন্দোলনের ছবি পাওয়া গেছে। যাচাই -বাছাই করে তারপর ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালি জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. বদরুল হাসান বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে দেখছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমার সঙ্গে থানায় কথা হয়েছে। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেবে পুলিশ। সহকারী প্রক্টরকে থানায় পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।