ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

এবার শাবিপ্রবির রেজিস্ট্রারসহ ৩ পরিচালকের পদত্যাগ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এবার শাবিপ্রবির রেজিস্ট্রারসহ ৩ পরিচালকের পদত্যাগ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ বেশ কয়েকজন পরিচালক পদত্যাগের পর এবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান পদত্যাগ করেছেন।

পাশাপাশি ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুরও পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।  

এর আগে বুধবার (৮ আগস্ট) প্রক্টরিয়াল বডির সব সদস্যসহ আবাসিক হলের প্রভোস্টরা পদত্যাগ করেন। পরবর্তী সময়ে শনিবার (১১ আগস্ট) ব্যক্তিগত কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীনসহ বিভিন্ন দপ্তর প্রধানরা পদত্যাগ করেন।

তবে শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেও বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আবদুল গণিসহ আরও কয়েকটি দপ্তর প্রধানরা পদত্যাগ করেননি বলে জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

অন্যদিকে, পদত্যাগ না চাওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খানসহ এই দপ্তরের আরও দুজন অতিরিক্ত পরিচালক পদত্যাগ করেন।

গত ০৭ আগস্ট শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ প্রশাসনিক বডির সবাইকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরপর উপাচার্যসহ একে একে সবাই পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।