ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

শিক্ষা

ছাত্রলীগে জড়িতদের বহিষ্কার চেয়ে বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
ছাত্রলীগে জড়িতদের বহিষ্কার চেয়ে বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া এবং স্বৈরাচারের পক্ষপাতিত্বকারী শিক্ষার্থীদের বহিষ্কারের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত দুই শিক্ষার্থীর ক্যাম্পাসে ফেরার ঘটনায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের ক্লাস বর্জন শুরু হয়।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে তারা ক্লাস বর্জন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

জানা যায়, সোমবার রাতে বুয়েটের সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের সঙ্গে যুক্ত তড়িৎ ও বিদ্যুৎ প্রকৌশল বিভাগের (ইইই) ১৯তম ব্যাচের ছাত্র আফনান আহমেদ ও ইরফান আহমেদ পরাগ নামে দুই ছাত্র হলে ওঠার চেষ্টা করেন। তাদের বিরুদ্ধে হলের শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন।

এ সময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত আরও চারজনকে নিয়ে উত্তেজনা তৈরি হয়। তখন ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তাদের বের করে দেন শিক্ষার্থীরা। এরপর অভিযুক্তদের পুনর্বাসনের প্রতিবাদে ক্লাস বর্জনের ঘোষণা দেন তারা।

আন্দোলনরত ১৯তম ব্যাচের একাধিক শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, হল খোলার পর থেকে ছাত্রলীগের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একটি তদন্ত কমিটি করা হলেও ছাত্রলীগের সঙ্গে যুক্তদের এখনও বহিষ্কার বা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তাই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্তদের ক্যাম্পাসে পুনর্বাসনের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেছেন।

এ দিকে বিকেলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বুয়েটের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামানের সঙ্গে দেখা করে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন। এ সময় অধ্যাপক বদরুজ্জামান শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তবে দৃশ্যমান পদক্ষেপ না দেখা পর্যন্ত ক্লাস বর্জন করে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। আওয়ামী লীগের সরকার পতনের পর গত ৩১ আগস্ট বুয়েটের স্নাতক শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ