ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

শিক্ষা

অনিয়ম হলে যাচাই বাছাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা: রাবি উপাচার্য

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
অনিয়ম হলে যাচাই বাছাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা: রাবি উপাচার্য

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোনো নির্মাণ কাজ বা অন্য কোনো বিষয়ে অনিয়ম হলে যাচাই বাছাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব।

শনিবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এ মতবিনিময় হয়।

মতবিনিময়কালে রাকসু নির্বাচন প্রশ্নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, আমরা এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেব। এতে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা অবশ্যই পালন করব।

রাবিতে ছাত্র রাজনীতির প্রশ্নে রাবি উপাচার্য বলেন, জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে একক কোনো সিদ্ধান্ত কল্যাণ বয়ে আনে না। ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা স্টেক হোল্ডারদের মতামত নেব। এ ক্যাম্পাসে রাজনীতিমুক্ত ও একস্ট্রা কো-কারিকুলার অ্যাকটিভিটিসের সঙ্গে জড়িত যেসব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আছে আমরা তাদের সঙ্গে আগে কথা বলব। তারপর ক্যাম্পাসের ছোট হোক বা বড় হোক যত রাজনৈতিক সংগঠন আছে তাদের সঙ্গে বসব। এরপর ছাত্র সমন্বয়কদের সঙ্গে বসে সবার মতামতের ভিত্তিতে একটা কাঠামো তৈরি করব৷ এরপরই তা চূড়ান্ত করব।

রাবি উপাচার্য বলেন, আমি মনে করি ছাত্র রাজনীতি বন্ধ বা রাজনীতি বিলুপ্তির যে মতামত তৈরি হচ্ছে তা রাজনীতির বিরুদ্ধে না, এটা অপরাজনীতির বিরুদ্ধে। এতদিন যে রাজনীতি ছিল তাকে রাজনীতি বলা যাবে না, বরং তা হলো মাফিয়াতন্ত্র ও সিন্ডিকেট। এটা আমাদের ছাত্রসমাজকে অতিষ্ঠ করে দিয়েছে এবং অনেকে নির্যাতনের শিকার হয়েছে। কাজেই তারা যখন বলে রাজনীতি বন্ধ করতে হবে, তখন রাজনীতির নামে যে অপরাজনীতি হয়ে এসেছে সেই অভিজ্ঞতা থেকেই বলে। তবে রাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কখনো কোনো মাফিয়াতন্ত্র চলবে না।

মতবিনিময়কালে গণমাধ্যম কর্মীরা নির্মাণকাজে অনিয়ম ক্যাম্পাসে রাজনীতির গুণগতমানের উন্নয়ন ছাড়াও ক্যাম্পাসে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ, বিশ্ববিদ্যালয়ে সেশন জট নিরসন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা, আবাসিক হলগুলোতে আসন বণ্টন ও সেখানে খাবারের মান ইত্যাদি বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে উপাচার্য জানান বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাবি উপাচার্য আরও বলেন আবাসিক হলগুলোতে আসন বরাদ্দ বিধিবদ্ধ নিয়মে করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এছাড়া হলে খাবারের মান উন্নয়নের বিষয়েও কর্তৃপক্ষ হল প্রশাসনের সঙ্গে মিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে।

মতবিনিময়কালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর অবায়দুর রহমান প্রামাণিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমদ, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার ও শিক্ষকরাসহ আরও অনেকেই অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ