ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

শিক্ষা

জুলাই অভ্যুত্থানে ঢাবি এলাকায় হামলাকারীদের আইনের আওতায় আনতে কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
জুলাই অভ্যুত্থানে ঢাবি এলাকায় হামলাকারীদের আইনের আওতায় আনতে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে ৪ সদস্যের একটি সত্যানুসন্ধান কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিসের ডেপুটি রেজিস্টার (তদন্ত) শেখ আইয়ূব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

এই কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে অনুরোধ করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য উপাচার্য কর্তৃক একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।  

আইন অনুষদের ডিন এই কমিটির আহ্বায়ক থাকবেন। এছাড়া বাকি সদস্যরা হলেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি, সজকারী প্রক্টর শেহীন আমিন ভূঁইয়া এবং ডেপুটি রেজিস্টার (তদন্ত) শেখ আইয়ূব আলী।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ