ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবি শিক্ষার্থীদের সুবিধায় থাকবে ‘ওয়ানস্টপ সার্ভিস’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
যবিপ্রবি শিক্ষার্থীদের সুবিধায় থাকবে ‘ওয়ানস্টপ সার্ভিস’

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ‘ওয়ানস্টপ সার্ভিস’ পদ্ধতিতে একটি কক্ষের মধ্যেই চূড়ান্ত ভর্তির সব কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 আগামী ৬, ৮ ও ৯ অক্টোবর চূড়ান্ত ভর্তি কার্যক্রম হবে এবং ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।


 
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
 
সভায় জানানো হয়, যবিপ্রবিতে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ে চূড়ান্ত ভর্তি হবে রোববার (৬ অক্টোবর) থেকে বুধবার (৯ অক্টোবর) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হলে নতুন শিক্ষার্থীদের ডিন অফিস-ব্যাংক-মেডিকেল সেন্টার-সংযুক্ত আবাসিক হল-রেজিস্ট্রার অফিসে যেতে হয়। এসব অফিস ভিন্ন ভিন্ন ভবনে হওয়ায় শিক্ষার্থীরা যেন দুর্ভোগে না পড়েন, এ কারণে ‘ওয়ানস্টপ সার্ভিস’ পদ্ধতিতে একটি কক্ষেই ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করা হবে। ভর্তির সময় অগ্রণী ব্যাংকের প্রতিনিধি, ছাত্র হল ও ছাত্রী হলের প্রতিনিধি, মেডিকেল সেন্টার এবং রেজিস্ট্রার অফিসের প্রতিনিধিরা গ্যালারিতে ভর্তি কার্যক্রমে উপস্থিত থাকবেন। একজন শিক্ষার্থী নিজ নিজ ডিন অফিস থেকে ভর্তি ফরমে সই সংগ্রহ করে গ্যালারিতেই তার ভর্তির অন্যান্য সব কার্যক্রম শেষ করতে পারবেন।  

এদিকে, আগামী বুধবার (২৩ অক্টোবর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য যবিপ্রবির ওয়েবসাইট  https://just.edu.bd/ এ ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।