ঢাকা, সোমবার, ২৬ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির বঙ্গবন্ধু হলের প্রভোস্ট হলেন ড. মিজানুর রহমান

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
ইবির বঙ্গবন্ধু হলের প্রভোস্ট হলেন ড. মিজানুর রহমান অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান। আগামী এক বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম পদত্যাগ করায় তদস্থলে একই বিভাগের অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমানকে পরবর্তী এক বছরের জন্য তাকে উপাচার্য নিয়োগ দিয়েছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিরি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান বলেন, আমি ছাত্রদের সুবিধা-অসুবিধাকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। হলের নেটওয়ার্ক সমস্যা, বিশুদ্ধ খাওয়ার পানির সংকট নিরসন ও ডাইনিংয়ের খাবারের মানের উন্নয়ন নিশ্চিতকরণসহ ছাত্র সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে কাজ করব। সবার সহযোগিতায় সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করব।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।