ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নারায়ণগঞ্জে এইচএসসিতে পাসের হার ৭৬.৯৪ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
নারায়ণগঞ্জে এইচএসসিতে পাসের হার ৭৬.৯৪ শতাংশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এ বছর এইচএসসিতে পাসের হার ৭৬ দশমিক ৯৪ শতাংশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী।

ফল বিশ্লেষণে দেখা যায়, নারায়ণগঞ্জে এইচএসসিতে পাসের হার ৭৬ দশমিক ৯৪ শতাংশ, আলিমে পাসের হার ৯৪ দশমিক ৪৯ শতাংশ ও ভোকেশনালে ৮৫ দশমিক ৬৪ শতাংশ।  

জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী জানান, এবার এইচএসসিতে মোট পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ৩৪১ জন। এর মধ্যে ১৭ হাজার ১৯১ জন উত্তীর্ণ হয়েছেন। ৯৪৬ জন জিপিএ-৫ পেয়েছেন।  

আলিমে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৯০ জন, এর মধ্যে ৮৪১ জন উত্তীর্ণ হয়েছেন এবং ৯১ জন জিপিএ-৫ পেয়েছে। ভোকেশনালে মোট পরীক্ষার্থী ছিলেন ৬২০ জন। এর মধ্যে ৫৩১ জন উত্তীর্ণ হয়েছেন এবং ১৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এমআরপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।