ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবির টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক জাকির হোসেন

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
ইবির টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক জাকির হোসেন অধ্যাপক ড. জাকির হোসেন

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।  

শনিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

 

আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।

নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, আমাকে নিয়োগ দেওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি টিএসসিসির সার্বিক উন্নয়নের জন্য কাজ করব। অডিটোরিয়ামকে প্রোগ্রামের জন্য উপযোগী করে গড়ে তোলা চেষ্টা করব। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্যাফেটেরিয়াকে পুনরায় চালু করার চেষ্টা করব।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।