ঢাকা, সোমবার, ৫ কার্তিক ১৪৩১, ২১ অক্টোবর ২০২৪, ১৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় থাকতে চায় না কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় থাকতে চায় না কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা: দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি প্রক্রিয়া থেকে বের হয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী কুমিল্লা বিশ্ববিদ্যালয়।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসিতে ইতোমধ্যে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তবে কোন প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে ইউজিসি এখনো সুস্পষ্ট নির্দেশনা দেয়নি।  

সোমবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী।

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, ইউজিসিতে উপাচার্যদের মিটিংয়ে গুচ্ছের বিষয়টি আমি স্পষ্টভাবে আলোচনা করেছি। দায়িত্ব গ্রহণের পরই ইউজিসিকে জানিয়েছি যে, আমরা আর গুচ্ছের মতো দীর্ঘ ভর্তি প্রক্রিয়ায় থাকতে চাই না। সামনের বছর গুচ্ছের ভর্তি প্রক্রিয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে না। তাছাড়া ইতোমধ্যে আমি এ বিষয়ে সব ডিনদের সঙ্গেও আলোচনা করেছি।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় যে পরিমাণ সময়ক্ষেপণ হয় আমরা এখানে থাকব না। নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চাই। তবে ইউজিসির অফিসিয়াল সিদ্ধান্ত কী আসবে জানি না। কতদিন পর সিদ্ধান্ত আসবে সেটাও জানি না।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।