ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সিকৃবিতে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
সিকৃবিতে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর

সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

গত বছরের মতো এবারো কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে বেলা ১১-১২ ঘটিকা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর সিকৃবিতে ৬টি অনুষদে ৪৩১টি আসনের বিপরীতে ৪২১০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩০ অক্টোবর প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষা শাখার অ্যাডিশনাল রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল।  

সিকৃবিসহ কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩৭১৮ আসনের বিপরীতে ৭৫০১৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম।  

এদিকে, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে সবার সার্বিক সহযোগীতা কামনা করেছেন সিকৃবির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।  

সিকৃবিতে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার আসন বিন্যাস: ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ (৭২৬১৭-৭৩৫৭৯), ভেটেরিনারি টিচিং হসপিটাল (৭৩৫৮০-৭৩৭০৪), কৃষি অনুষদ (৭৩৭০৫-৭৪১৭৪), মৎস্য বিজ্ঞান অনুষদ (৭৪১৭৫-৭৪৫৯৪), কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ (৭৪৫৯৫-৭৫০৮৯), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ (৭৫০৯০-৭৫৫৩৯), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ ৭৫৫৪০-৭৫৭৩৯), কেন্দ্রীয় লাইব্রেরি ভবন (৭৫৭৪০-৭৫৭৮৯), ইঞ্জিনিয়ারিং কলেজ: ৭৫৭৯০-৭৬৮২৬।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এনইউ/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।