ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর নামে করা মামলা প্রত্যাহার এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন ছাত্র-ছাত্রী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা।  

বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৯ অক্টোবর) আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ প্রতিবাদ জানান তারা।

 

এছাড়া মামলার বাদী সহকারী প্রধান শিক্ষক শিখা রাণী রায়ের পদত্যাগ দাবি করা হয়।
 
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শিখা রাণী রায় নিয়োগের পর থেকেই বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। কয়েকজন ছাত্রকে চুল কেটে অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছেন। এ শিক্ষক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী, সাবেক সভাপতিসহ কমিটির পাঁচ সদস্য এবং সাত অভিভাবকের নামে মামলা দিয়ে হয়রানি করছেন। এছাড়া তিনি বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আলীর যোগসাজশে প্রায় চার লাখ টাকা আত্মসাৎ করেছেন। এতো কিছুর পরও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকদিন আগে বিভিন্ন বিষয় নিয়ে মিথ্যাচার করে একটি ভিডিও পোস্ট করেছেন। এ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে তাকে অব্যাহতি দিতে হবে।

সমাবেশে বক্তব্য দেন ইউপি সদস্য ছালাউদ্দিন খান, প্রাক্তন ছাত্র শংকর চন্দ্র পাল, সুধীর চন্দ্র বণিক, বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ পদ চক্রবর্তী, সাবেক ছাত্র আবদুস ছাত্তার, নাছির উদ্দিন নয়নসহ অনেকে।  

এ বিষয়ে অভিযুক্ত শিখা রাণী রায় বলেন, এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি ষড়যন্ত্রের শিকার।

এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বাবা।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।