ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

রাবির সাংবাদিকতা বিভাগে শিক্ষার্থীদের তালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
রাবির সাংবাদিকতা বিভাগে শিক্ষার্থীদের তালা

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা নিজ বিভাগে তালা দিয়েছেন। পরীক্ষা (স্নাতকোত্তর) শেষ হওয়ার নয় মাস পেরোলেও ফল প্রকাশ না করায় তালা দেন তারা।

 

বুধবার (৩০ অক্টোবর) শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। সকাল ১০টা থেকে তারা বিভাগে তালা লাগিয়ে সব ব্যাচের ক্লাস বন্ধ ঘোষণা করেন। এরপর বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরীক্ষা শেষ হওয়ার নয় মাস পার হয়েছে। কিন্তু এখনো ফলাফল প্রকাশিত হয়নি। তাদের ফলের জন্য বারবার বিভাগের সভাপতির সঙ্গে এবং দায়িত্বশীলদের সঙ্গে দেখা করেছেন। কিন্তু বারবারই সংশ্লিষ্টরা কেবল আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু ফল প্রকাশ করছেন না। আশ্বাসেই ঝুলে আছে ফল।

শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষকদের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন ফল প্রকাশের জন্য। জুলাই-আগস্টের আন্দোলনের বিরোধিতা করায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কোর্স শিক্ষক ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান মুসতাক আহমেদকে বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়।  

তারা বলেন, ওই শিক্ষকের কাছে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষাসহ আনুষঙ্গিক আরও অনেক নম্বর রয়েছে। কিন্তু তিনি কোনোভাবেই বিভাগকে সহযোগিতা করছেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাই ফল না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চলবে।

বিভাগ সূত্রে জানা যায়, ২০১৭-১৮ সেশনের স্নাতকোত্তর পরীক্ষা শুরু হয়েছিল গত বছরের ২২ নভেম্বর। পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৫ জানুয়ারি। এরপর মৌখিক পরীক্ষা শেষ হয় ২৯ জানুয়ারি।

বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল জানান, একজন শিক্ষককে বারবার নম্বরপত্র জমা দেওয়ার জন্য বলা হয়। এরপরও তিনি শিক্ষার্থীদের নম্বরপত্র জমা দেননি। গতকাল তিনি নম্বরপত্র জমা দিয়েছেন। কিন্তু সেটি পূর্ণাঙ্গ নয়। আর সেই কারণে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য বিভাগের শিক্ষকেরা উপাচার্যের কাছে গিয়েছেন। তবে উপাচার্য বাইরে আছেন। তিনি ফিরে এলে কথা বলে একটা সমাধান বের করবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।