ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে প্রকল্প পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
জবিতে প্রকল্প পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প পরিচালককে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়ে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকেন।

আন্দোলনের সংগঠক একেএম রাকিব বলেন, দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন করবো, যদি অনশন করতে হয় তাহলে তাও করবো।  

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিতে দল মত নির্বিশেষে একসঙ্গে থাকবেন বলেও জানান তিনি।  

আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের তিন দফা দাবির মুখে অবিলম্বে দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে পদত্যাগ করতে হবে। প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ আলী আহমেদকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলো। উনি যদি আমাদের আল্টিমেটাম মেনে না নেন, তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় শিক্ষার্থীরা নেবে না।  

তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত পিছু হটবেন না জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে জুলাই আন্দোলনের মতো আবারও বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আমরা।

আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে সোহান বলেন, শিক্ষার্থীদের মাঝে তিন দফার সচেতনতার লক্ষ্যে আগামীকাল প্রতি বিভাগের ক্লাসে ক্লাসে জনসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে।  

এ সময় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে তিন দফার পক্ষে একাত্মতা প্রকাশের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।