ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি ভর্তি পরীক্ষা আরও ৪ বিভাগীয় শহরে আয়োজনের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
রাবি ভর্তি পরীক্ষা আরও ৪ বিভাগীয় শহরে আয়োজনের সুপারিশ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আরও চারটি বিভাগীয় শহরে।   আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল তারিখে এ ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বিষয়টি চূড়ান্ত করতে ভর্তি উপ-কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।  

রাবি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি উপ-কমিটির এক সভা মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়।  ওই সভায় ভর্তি উপ-কমিটি এই সুপারিশ করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সভায় সর্বসম্মতভাবে অন্যান্য বিষয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২৫ সালের ১২, ১৯ ও ২৬ এপ্রিল তারিখে ভর্তি পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভায় এ সুপারিশ বিবেচনা করা হবে। ওই সভায় ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।