চাকরিতে আবেদনের বয়সীমা ৩৫ করতে বড় কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনকারীরা। তারা জেলায় জেলায় যোগাযোগ করে ‘৩৫ প্রত্যাশীদের’ সংগঠিত করছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) আন্দোলনের অন্যতম সংগঠক আহমেদ তানজীল বাংলানিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, আমাদের থেকে প্রত্যেক জেলা ও বিভাগকে গুছিয়ে ১০ থেকে ১৫ দিনের মধ্যে ঢাকয় বড় কর্মসূচি দেওয়ার প্রস্তুতি চলছে। তবে এই মুহূর্তে কোনো কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়নি।
এদিকে সরকারের ৩২ বছর করাকে প্রত্যাখ্যান করে এক সপ্তাহের মধ্যে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়েছেন ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী পরিষদের আহবায়ক শরিফুল হাসান শুভ।
মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বয়সসীমা একসপ্তাহের মধ্যে ৩৫ করা না হলে জেলা থেকে ঢাকায় লংমার্চ দেওয়ার হুশিয়ারিও দিয়েছেন তিনি।
ভিন্ন কর্মসূচি সম্পর্কে আহমেদ তানজীল বলেন, যেহেতু এটা একটা যৌক্তিক দাবি। এখানে সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে।
এদিকে একই দাবিতে ২৩ নভেম্বর মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আরেক আন্দোলনকারী আল-আমিন রাজু। তার আগে প্রতি শুক্র ও শনিবার শাহবাগ এবং জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে চাকরিপ্রত্যাশীরা দীর্ঘদিন আন্দোলন করছেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গত ৩০ সেপ্টেম্বর বয়স ৩৫ করার পক্ষে একটি সুপারিশ কমিটি গঠন করে। ওই কমিটি ৭ কর্মদিবসের মধ্যে ছেলেদের ক্ষেত্রে ৩৫ এবং মেয়েদের ক্ষেত্রে ৩৭ সুপারিশ করে উপদেষ্টা কমিটিতে পাঠায়।
এরপর গত ২৪ অক্টোবর কমিটির সিদ্ধান্ত হয় বয়সসীমা ৩২ এবং বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশগ্রহণ করার।
বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এফএইচ/এমএম