ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিশ্ব ইজতেমার কারণে পেছাল ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
বিশ্ব ইজতেমার কারণে পেছাল ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষা

ঢাকা: বিশ্বইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন করে ১৫ ফেব্রুয়ারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ডিনস কমিটির সর্বসম্মতিক্রমে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি পরীক্ষাগুলোর সময় অপরিবর্তিত থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়:  ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।