ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিক্ষা

বিসিএসের আবেদন ফি কমছে

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
বিসিএসের আবেদন ফি কমছে

ঢাকা: ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সাথে সংগতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনঃনির্ধারণের বিষয়ে সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবং কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

একই দিন বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ক্যাডার পদে নিয়োগ পাবেন ৩ হাজার ৪৮৭ জন। সাধারণ ক্যাডারের মধ্যে প্রশাসনে ২০০, পররাষ্ট্রে ১৫, পুলিশে ১০০, আনসারে ৮, নিরীক্ষা ও হিসাবে ২৩, করে ১০৪, শুল্ক ও আবগারিতে ৫০, সমবায়ে ৪, রেলওয়ে পরিবহনে ০৪, তথ্যে ৪৩, ডাকে ১৩, পরিবার পরিকল্পনায় ৬২ ও খাদ্যে ১টি পদ রয়েছে।  

প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের মধ্যে পদ রয়েছে ১ হাজার ৮৮৩টি। বিসিএস সাধারণ শিক্ষায় পদ রয়েছে ৯২৯টি। সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য পদ রয়েছে ৯টি। সরকারি মাদরাসা আলিয়ার জন্য পদ ২৭টি। পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের জন্য পদ ১২টি।  

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু ১০ ডিসেম্বর সকাল ১০টায়। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। ০১ নভেম্বর তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছর।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এমআইএইচ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।