ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, মিলবে ৪০ হাজার ডলার স্কলারশিপও

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, মিলবে ৪০ হাজার ডলার স্কলারশিপও

৪০ হাজার ডলার স্কলারশিপসহ কানাডায় উচ্চশিক্ষার সুযোগ এসেছে। তাই দেশটিতে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ ও ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল আয়োজন করছে কানাডা অ্যাপ্লিকেশন ডে।

আগামী শনিবার (৭ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির বনানী অফিসে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ বিশেষ ইভেন্টটি অনুষ্ঠিত হবে।

ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরাসরি শীর্ষস্থানীয় কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন। তারা জানাতে পারবেন পড়াশুনার বিষয়, স্কলারশিপ সুবিধা এবং পড়াশোনা শেষে কর্মজীবন গড়ার সম্ভাবনা সম্পর্কে। শুধু তাই নয়, ইভেন্টে অংশগ্রহণকারীরা আবেদন ফি ছাড়াই পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ পাবেন।

পিএফইসি গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, কানাডায় উচ্চশিক্ষার প্রতি আগ্রহী শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা এবং সহজ সমাধান দেওয়ার জন্যই তাদের এই উদ্যোগ। শিক্ষার্থীরা ইভেন্ট চলাকালীন সময়েই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারবেন এবং সেই সাথে পেতে পারে ৪০ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত স্কলারশিপ।

এছাড়াও ইভেন্টে আরও থাকছে অন-স্পট অ্যাপ্লিকেশন করে একটি স্মার্ট ওয়াচ পাওয়ার সুযোগ। আইএলটিএস এবং পিটিই কোর্সে ২৫ শতাংশ ছাড়। সকল অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় উপহার। আর কানাডায় উচ্চশিক্ষার সুযোগ পেতে এই ইভেন্টটি হতে পারে শিক্ষার্থীদের জন্য আদর্শ।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ