ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ ডে’ পালিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ ডে’ পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশে প্রথমবারের মতো ‘আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ ডে’ (স্নাতক গবেষণা দিবস) পালন করেছে।

‘সংস্কারের জন্য গবেষণা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিবসটি উদযাপন করে সংগঠনটি।

কেক কেটে, বেলুন উড়িয়ে, রিসার্চ র‍্যালি, রিসার্চ টক ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সকালে টিএসসি ক্যাফেটেরিয়ায় ‘রিসার্চ টক’ ও আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি ফাহিম হাসান মাহাদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুদ্দীন আহমদ বলেন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গবেষণার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে। স্নাতক শিক্ষার্থীদের গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং স্নাতক গবেষণার ধারণা এদেশে বিকশিত করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের অবদান রয়েছে।

মাদরাসা শিক্ষাব্যবস্থার উদাহরণ টেনে প্রক্টর বলেন, মাদরাসা শিক্ষায় যেমন একনিষ্ঠ পাঠচর্চা এবং নিয়মানুবর্তিতা পালন করে, ঠিক তেমনভাবে  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরও পড়াশোনা এবং গবেষণার প্রতি একনিষ্ঠ মনোনিবেশ প্রয়োজন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর ও অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল করিম শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা অর্জনের পর সেখানে স্থায়ীভাবে বসবাসকে নিরুৎসাহিত করেন।

তিনি বলেন, ‘ব্রেইন ড্রেইন’কে ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এ পরিণত করতে হবে। গবেষণা সংসদের সকল হালনাগাদ তথ্য পর্যবেক্ষণের পরিসংখ্যান পদ্ধতি অনুসরণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন ঘটাতে গবেষণা সংসদের বিভিন্ন জরিপ এবং সমীক্ষা পর্যালোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের তাগিদ দেন তিনি।

আলোচনা পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাদেক বলেন, ২০১৬ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের যাত্রা শুরু হয়। এটি  বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে সরাসরি কাজ শুরু করা প্রথম গবেষণা সংগঠন। এর প্রভাবে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একই রকম স্নাতক গবেষণা সংগঠন গড়ে ওঠে। যারা দেশে একটি আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ কমিউনিটি প্রতিষ্ঠায় একযোগে কাজ করে চলেছে। এই উদ্যোগকে স্মরণীয় করে রাখতে এবং স্নাতক গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের সুদূরপ্রসারী লক্ষ্য থেকে প্রথমবারের মতো আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ ডে পালন শুরু করেছি আমরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগের প্রভাষক মো. জহির রায়হান, গবেষণা সংসদের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও গবেষণা সংসদের সাবেক রিসার্চ কো-অর্ডিনেটর মুকসিদা জাহান উপমা। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সাবেক সভাপতি নাসরীন জেবিন।

প্রসঙ্গত, স্নাতক শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করা, গবেষণাভীতি দূর করা, গবেষণা ক্যারিয়ারে ধাবিত করা এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ২০১৬ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।