ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

বশেফমুবিপ্রবির প্রজেক্টর চুরি, চোরের সন্ধানে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
বশেফমুবিপ্রবির প্রজেক্টর চুরি, চোরের সন্ধানে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

জামালপুর: জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সমাজকর্ম বিভাগ থেকে দুটি প্রজেক্টর চুরি হয়েছে। কেউ চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ভারপ্রাপ্ত ড. মোহাম্মদ সাদীকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের গত ২৮ নভেম্বর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সমাজকর্ম বিভাগের ১২৮ ও ১২৯ নম্বর কক্ষ থেকে দুটি প্রজেক্টর চুরি হয়। যদি কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারেন, তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। উল্লেখ্য, তথ্যদানকারীর সব তথ্য ও পরিচয় নিশ্চয়তার সঙ্গে গোপন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে মোট চারটি প্রজেক্টর চুরি হয়েছে। গত ৭ ডিসেম্বর ম্যানেজমেন্ট বিভাগ থেকেও দিনদুপুরে প্রজেক্টর চুরি হয়। এর আগে ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসে দুটি প্রজেক্টর চুরি হয়েছে। চোর ধরতে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।