বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে অটোরিকশা চাপায় শিশু মৃত্যুর ঘটনায় সাত দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ সাড়ে ৮ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ও সন্ধ্যায় দুই দফায় বিএম কলেজ ও নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীসহ স্থানীয়রা।
পরে রাত সাড়ে আটটায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী ও পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।
এর আগে দুপুরে বিএম কলেজের সামনে চিপস কিনে ফেরার সময় অটোরিকশায় চাপায় শিশু জান্নাতুল মাওয়া (১০) নিহত হয়। এরপর সাত দফা দাবিতে বিএম কলেজের সামনে বেলা ১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থী ও স্থানীয়রা। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে বরিশাল-ঢাকা রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে চরম দুর্ভোগে পরে দূরপাল্লার যাত্রীরা। এসময় কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
বিএম কলেজ শিক্ষার্থী মো. শাহাদাত বলেন, আমরা নিরাপদ সড়ক, সড়কে সিসি ক্যামেরা স্থাপন, সড়ক ডিভাইডার, ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদসহ সাত দফা দাবি জানিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে দাবি আদায়ের আশ্বাস দেওয়া হয়েছে। দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পুনরায় রাজ পথে নামার হুঁশিয়ারি দেন।
বরিশাল মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলাল হোসেন জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত চালককে খুব দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি শিক্ষার্থীরা যে দাবিগুলো করেছেন তাদের দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি জানান, শিক্ষার্থীরা যে দাবিগুলো করেছে সেগুলো যৌক্তিক আমরা দ্রুত সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়ন করব।
বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এমএস/এসএএইচ