ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা: ডিজিটাল জালিয়াতি ঠেকাতে প্রস্তুত শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
ঢাবির ভর্তি পরীক্ষা: ডিজিটাল জালিয়াতি ঠেকাতে প্রস্তুত শাবিপ্রবি ফাইল ছবি

শাবিপ্রবি (সিলেট): শনিবার (২৫ জানুয়ারি) আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপকেন্দ্র হিসেবে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এতে বিশ্ববিদ্যালয়ের চারটি ভবনে মোট এক হাজার ৬৫৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন বলে জানা গেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) শাবিপ্রবির ভর্তি কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক লায়লা আশরাফুন।

এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতা করবেন বলে ভর্তি কমিটি সূত্রে জানা গেছে।

এদিকে করোনার পর থেকে চতুর্থবারের মতো রাজধানীর বাইরে দেশের সাতটি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারও শাবিপ্রবিতে অনুষ্ঠিত হচ্ছে এ ভর্তি পরীক্ষা।

পরীক্ষায় সব ধরনের পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ। এছাড়া সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইলফোন, ব্লুটুথ বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এমন কোনো ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি-পরীক্ষা সরাসরি বাতিল হবে।

২০২৪-২৫ সেশনে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট দুই হাজার ৯৩৪ আসনের বিপরীতে এক লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।