ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ৫৯তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৫।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে আইসিসিবির রাজদর্শন হলে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক শিক্ষামেলা শুরু হয়।
মেলার উদ্বোধনী দিন সকালে সরেজমিনে আইসিসিবিতে গিয়ে দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থী-অভিভাবকসহ অনেকে শিক্ষামেলায় ঘুরতে এসেছেন। তারা বিভিন্ন স্টলে গিয়ে বিদেশে পড়তে যাওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য যাচাই করছেন। বিভিন্ন ফার্মের প্রতিনিধিরাও আগ্রহ নিয়ে মেলায় আসাদের বিভিন্ন তথ্য জানাচ্ছেন।
রাজধানীর মিরপুর থেকে মেলায় এসেছেন সাব্বির হোসেন। সম্প্রতি তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। স্নাতকোত্তর করতে চাচ্ছেন ইউরোপ বা আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে। তিনি বাংলানিউজকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ মেলা সম্পর্কে জানতে পেরেছি। আমি যেহেতু বাইরে পড়তে যাওয়ার চিন্তা করছি, তাই এ মেলা আমার জন্য অনেক উপকারে আসবে। এখানে এক ছাদের নিচে অনেকগুলো ফার্মের সঙ্গে কথা বলার সুযোগ আছে। দেখি কোথায় পড়তে যাওয়া যায়।
মেলার আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলায় অংশ নিতে পারবেন শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাই। এখানে তারা এক ছাদের নিচে ৩৫টির বেশি সেরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন। জানতে পারবেন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এশিয়া এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও স্কলারশিপ সম্পর্কিত তথ্য। দেশের শীর্ষ হায়ার এডুকেশন কনসালট্যান্টদের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ পাওয়া যাবে এখানে। স্পট অ্যাপ্লিকেশন সাবমিশন ও স্কলারশিপ আবেদন, স্টুডেন্ট ভিসার জন্য প্রস্তুতির দিক-নির্দেশনা এবং শতভাগ পর্যন্ত স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এ মেলায়।
তারা আরও জানান, এ মেলায় বাংলাদেশের স্বনামধন্য উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। শিক্ষার্থী ও অভিভাবকরা বিনামূল্যে কনসালট্যান্টদের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। থাকছে ২০টির বেশি সেমিনার। দেশের তরুণ প্রজন্মের স্বপ্নগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরা ও শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করাই হচ্ছে এ মেলার মূল লক্ষ্য।
মেলার আহ্বায়ক মাহমুদ গালিব বলেন, আন্তর্জাতিক এ শিক্ষামেলা আয়োজনের উদ্দেশ্য হচ্ছে, আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। যারা বিদেশে পড়তে যেতে চায়, তারা তাদের ক্যারিয়ারকে কোন দিকে নিয়ে চায়, সেজন্য দরকার একটি সঠিক গাইডলাইন। যেকোনো বিষয়ের জন্য পরিকল্পনা দরকার। আর সঠিক পরিকল্পনার জন্য দরকার হয় সঠিক তথ্য। এ সঠিক তথ্য যেন শিক্ষার্থীরা পায়, সেজন্য আমাদের এ শিক্ষামেলার আয়োজন করা। এখান থেকে তথ্য নিলে শিক্ষার্থীদের প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা নেই। কারণ এখানে যেসব কনসালটেন্সি ফার্ম অংশ নিয়েছে তারা স্বনামধন্য ও প্রতিষ্ঠিত।
আন্তর্জাতিক এ মেলায় অংশ নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের বাংলাদেশ অফিস। মেলায় অংশ নেওয়ার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে এর সহকারী পরিচালক (অ্যাডমিন) খবির উদ্দিন ভূঁইয়া বলেন, এখানে এক ছাদের নিচে অনেকগুলো কনসালটেন্সি ফার্ম ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আছেন। শিক্ষার্থীরা এক জায়গাই তাদের প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পারছেন। আমরাও আমাদের তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে মেলায় অংশ নিয়েছি। আমরা শিক্ষার্থীদের অ্যাডমিশন বিষয়ে তথ্য দিচ্ছি। কেমন যোগ্যতা লাগবে, টিউশন ফি কত, কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট আছে- সব তথ্য দিচ্ছি।
সানজেন অ্যাডু লিমিটেডের মার্কেটিং ম্যানেজার সাঈদ রহমান বলেন, দেশের বাইরে যারা পড়তে যেতে চায়, তাদের তথ্য দিয়ে আমরা সহযোগিতা করছি। শিক্ষার্থীদের আমরা বিশ্ববিদ্যালয় ও ভিসা সম্পর্কে তথ্য দিচ্ছি। তারা যোগ্য কিনা সেটি সম্পর্কে জানানো হচ্ছে। মেলা উপলক্ষে আমরা বিশেষ ছাড়ের ব্যবস্থাও করেছি। মেলা থেকে কেউ যদি আমাদের মাধ্যমে বিদেশে পড়তে যেতে চায়, আমরা তাদের আইএলটিএসসহ বিভিন্ন ইংরেজি কোর্সের খরচ বহন করছি। এছাড়া কেউ যদি শেষ পর্যন্ত যেতে না পারে, তাদের শতভাগ ক্যাশব্যাক করারও সুযোগ রাখছি।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এসসি/আরবি