শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯১ দশমিক ৮৫ শতাংশ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. লায়লা আশরাফুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৬৯৬ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫৫৭ জন শিক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৩৯ জন শিক্ষার্থী।
এদিকে করোনার পর থেকে চতুর্থবারের মতো রাজধানীর বাইরে দেশের আটটি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারও শাবিপ্রবিতে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা।
অন্যদিকে আগামী ০১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট, আট ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এসআরএস