ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষায় মু‌ক্তিযোদ্ধার নাতি-নাত‌নি কোটা নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, জানুয়ারি ২৫, ২০২৫
ঢাবির ভর্তি পরীক্ষায় মু‌ক্তিযোদ্ধার নাতি-নাত‌নি কোটা নেই ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের (ঢাবি) এবারের ভ‌র্তি প‌রীক্ষা মু‌ক্তি‌যোদ্ধার না‌তি-নাত‌নি‌ কোটা বাদ দিয়েই অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় শুধু মু‌ক্তি‌যোদ্ধার সন্তান‌দের জন্য কোটা রাখা হ‌য়ে‌ছে।

 

বিষয়টিকে যৌ‌ক্তিক সংস্কার হিসেবেই দেখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। শনিবার (২৫ জানুয়ারি) সকালে ঢাবির পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন উপাচার্য।

উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সর্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলে।

মোটি আট বিভাগীয় শহরে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দুই হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৩ শিক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।