ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

তিতুমীর কলেজের দুই শিক্ষার্থী অসুস্থ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩১, ফেব্রুয়ারি ১, ২০২৫
তিতুমীর কলেজের দুই শিক্ষার্থী অসুস্থ

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করতে গিয়ে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন।

শুক্রবার (৩১জানুয়ারি) সন্ধ্যার দিকে অসুস্থ অবস্থায় সহপাঠিরা ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

অসুস্থরা হলো, গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান (২২) ও বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রানা আহমেদ (২৩)।

শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজ পূর্লাঙ্গ বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে এই অনশন চলছে। এতে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত এই অনশন চলবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বলেন, মহাখালী তিতুমীর কলেজ থেকে অসুস্থ ২ শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক তাদের দুজনকে মেডিসিন ওয়ার্ডে পাঠিয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫ 
এজেডএস/জেএইচ 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।