ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

শিক্ষা

আজ রেলপথ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকাচ্ছেন না তিতুমীরের শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
আজ রেলপথ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকাচ্ছেন না তিতুমীরের শিক্ষার্থীরা ব্রিফিংয়ে শিক্ষার্থীরা

ঢাকা: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের জন্য ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করেছেন তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাখালীতে রেলপথ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করবেন না তারা।

তবে এর পরিবর্তে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।   রোববার (২ ফেব্রুয়ারি) সাড়ে ১২টায় তিতুমীর কলেজের সামনে ব্রিফিং করে এসব জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

তিতুমীর কলেজের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলি আহমদ বলেন, আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ছিল। এতে সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। তাদের কথা চিন্তা করে আমরা শুধু আজকের জন্য আমরা রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কএর ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু নর্থ সিটির ভেতরে অন্য সড়কগুলোতে ব্লকেড কর্মসূচি চলবে থাকবে।

তিনি আরও বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের করার দাবি গত ২৮ বছরের। জুলাই-আগস্টের অভ্যুত্থানে গঠিত সরকারের কাছে নতুন করে দাবি পূরণের আবদার করেছি। সবগুলো মাধ্যমেই আমরা দাবি জানিয়েছি। সেখান থেকে কোনো সাড়া না পেয়ে সর্বশেষ আমরা অনশন কর্মসূচি দিই। আজ অনশনের পঞ্চম দিন। এখনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি আজও বাঁশ দিয়ে কলেজের সামনের রাস্তা অবরোধ করেছেন তারা। দুপুর ১২টার দিকে তারা মহাখালী-গুলশান সড়কের তিতুমীর কলেজের সামনে বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করেন। এতে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এসসি/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।