ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি মিছিল শেখ মুজিবুর রহমান হলের সামনে পৌঁছায়।
এক পর্যায়ে শিক্ষার্থীরা মুজিববাদের আস্তানা এ হলে হবে না বলে স্লোগান দেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ও বিজয় একাত্তর হলের উদ্বোধনের সময় লেখা শেখ হাসিনার নামও মুছে ফেলেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার রাত ৯টায় অনলাইনে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ওঠেন শিক্ষার্থীরা। তার পরিপ্রেক্ষিতেই প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবন ভাঙচুর করা হয়। পরে সারা দেশে শেখ মুজিব ও শেখ হাসিনার নাম সম্বলিত সব স্থাপনা ভাঙচুর করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এফএইচ/আরবি