ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

শিক্ষা

দুর্নীতির দায়ে যবিপ্রবির আওয়ামীপন্থি তিন শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
দুর্নীতির দায়ে যবিপ্রবির আওয়ামীপন্থি তিন শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত

যশোর: দুর্নীতির দায়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তিনজন অধ্যাপক ও একজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত তিনজন শিক্ষক আওয়ামী লীগপন্থি নীল দলের নেতা হিসেবে বিশ্ববিদ্যালয় কমিটিতে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে বরখাস্ত কর্মকর্তা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাবেক নেতা।

এছাড়া ওই কর্মকর্তার বিরুদ্ধে সার্টিফিকেট জাল করে যবিপ্রবিতে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছিল।  

বরখাস্ত শিক্ষকরা হলেন- যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব ও ড. এম এ ওয়াজেদ মিয়া। বরখাস্ত কর্মকর্তা হেলালুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রিসার্চ অফিসার (চলতি দায়িত্ব)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

দুটি অফিস আদেশে বলা হয়, সাধারণ শিক্ষার্থী কর্তৃক গুরুতর অভিযোগ থাকায় গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের সভায় ওই তিনজন শিক্ষক ও একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তাদের বিরুদ্ধে ‘যবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিধি ৩ (১) (জ) এবং ৫ (ঞ), (ঠ), (ড), (ঢ) ধারা’ অনুযায়ী শাস্তি আরোপের ভিত্তি থাকায় বিধি-১৫ (১) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে বলা হয়।

এর আগে মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট, রিজেন্ট বোর্ড সদস্য, নীল দলের প্যানেলে শিক্ষক সমিতির নির্বাচন করেন অধ্যাপক ড. সৈয়দ গালিব। এরপর ২০২২ সালে সহ-সভাপতি ও ২০২৩ সালে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছিলেন।

অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ ২০১৯ ও ২০২৪ সালে দুই মেয়াদে শিক্ষক সমিতির সভাপতি ও রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন এবং জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ছিলেন। তিনি যবিপ্রবি নীল দলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

অপরদিকে ২০২২ সালে টেকনিক্যাল অফিসার হেলালুল ইসলামের সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। তিনি যবিপ্রবি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যশোর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।