ঢাকা: বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮ বিভাগে একযোগে শুরু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শুরু হওয়া পরীক্ষাটি দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি অফিসের তথ্য মতে, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪০ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৯ জন পরীক্ষার্থী।
আগামী ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ৪ জানুয়ারি চারুকলা ইউনিট ও ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এফএইচ/এসআইএস