ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

শিক্ষা

রুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭৭.৯৫ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
রুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭৭.৯৫ শতাংশ চলছে ভর্তি পরীক্ষা।

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২০২৫ সেশনে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য প্রাক-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় উপস্থিতির হার ছিল মোট ৭৭ দশমিক ৯৫ শতাংশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভর্তি পরীক্ষাটি তিন শিফটে রুয়েটের বিভিন্ন ভবনে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৯ হাজার ৯১৫ জন ছাত্র-ছাত্রী মনোনীত হয়েছিল। প্রথম শিফট, দ্বিতীয় শিফট ও তৃতীয় শিফটে যথাক্রমে ৭৮ দশমিক ৬৭ শতাংশ, ৭৭ দশমিক ৯৮ শতাংশ ও ৭৭ দশমিক ২১ শতাংশ ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়টিতে তিনটি শিফটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল মোট ৭৭ দশমিক ৯৫ শতাংশ।

রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকসহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়োজিত ছিল।

সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মুখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি।

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আজ ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃজ্ঞতা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।