ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

শিক্ষা

প্রশ্নপত্রে অসংগতি: পরীক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান ঢাবির

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
প্রশ্নপত্রে অসংগতি: পরীক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান ঢাবির

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার একাধিক প্রশ্নে অসংগতির বিষয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন পরীক্ষার প্রধান সমম্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম।  

তবে কী উপায়ে বা কোন পদ্ধতিতে সমস্যাটি সমাধান করা হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টা নাগাদ গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে অসংগতির বিষয়ে উত্থাপিত অভিযোগ নিবিড়ভাবে খতিয়ে দেখার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি সমাধানের লক্ষ্যে কার্যক্রম চলছে। উদ্ভূত পরিস্থিতিতে উদ্বিগ্ন না হওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।

এর আগে বেলা ১১টা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছুকদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার প্রশ্নে অন্তত ১২টি প্রশ্নে অসঙ্গতি পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এফএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।