ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

শিক্ষা

সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

ঢাকা: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আজও সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে সেখানে পুলিশ অবস্থান নিয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৫০ মিনিটে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, পূর্বের ঘটনা নিয়ে সকাল সাড়ে ১১টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের হটিয়ে দেয়। এতে শিক্ষার্থীরা বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন।  

কিছুক্ষণ পর তারা খণ্ড খণ্ড জড়ো হয়ে সংঘর্ষে জড়ান। আবারো তাদের অবস্থান থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানান আহমেদ মাসুদ।

এর আগে রোববার বিকেল ৪টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং লাঠি দিয়ে আঘাত করে সিটি কলেজের নামফলক খুলে ফেলেন। এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং তখন সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয় আতঙ্ক। তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ।  

আজও সকাল থেকে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।  

কী কারণে মারামারি হচ্ছে জানতে চাইলে ওসি বলেন, বন্ধুদের মধ্যে দুষ্টুমির জের ধরে মারামারি করে এমন হতে পারে।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫ 
এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।