ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

শিক্ষা

রুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
রুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. রবিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের কাছে ফলাফল হস্তান্তর করেন।

এরপর সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষায় তিন শিফটে আনুপাতিক হারে ৮ হাজার ২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

রুয়েট জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক গোলাম মুরতুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রথম বর্ষ স্নাতক (২০২৪-২০২৫) পরীক্ষার ফলাফল দেখতে https://admission.ruet.ac.bd এ ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

এর আগে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রুয়েট ক্যাম্পাসে তিন শিফটে প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে ১৯ হাজার ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৫২৪ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নির্বাচিত পরীক্ষার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনী (লিখিত) পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।