লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ তাহেরিয়া আর এম কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
অপসারণের দাবি জানিয়ে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে রাখেন তারা।
আন্দোলনকারীরা অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের বেতন নিয়ে অনিয়ম, আয়-ব্যয়ের অডিট না করা, শিক্ষার্থীদের বহিষ্কার, সরকারি বই বাজারে বিক্রি, বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ তুলেছেন।
আন্দোলনে মাদরাসা ভিপি তারেক হোসাইন, ফাজিলের ছাত্র রিয়াদ হোসাইন, মেহেদী হাসান ও কামরুল হাসানসহ বিপুল প্রাক্তণ এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাদরাসা সূত্র জানায়, প্রথম শ্রেণি থেকে কামিল পর্যন্ত মাদরাসার প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এতে ৩০ জন এমপিও শিক্ষক রয়েছেন।
অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদার জানান, ২০১১ ও ২০১৯ সালে অডিট হয়েছে। এখনও একটি অডিট কার্যক্রম চলমান রয়েছে। মূলত গত বছরের ০৫ আগস্টের পর একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। গত ০১ সেপ্টেম্বর থেকে ওই চক্রটি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে আন্দোলন করছেন।
মাদরাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান সাঈয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, দ্রুত সময়ের মধ্যে অভিযোগের তদন্ত করা হবে। তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এসআরএস