ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে অসঙ্গতির ঘটনায় শিক্ষার্থীদের স্বার্থ পূর্ণভাবে সংরক্ষিত হবে বলে জানিয়েছে ভর্তি সমন্বয় কমিটি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) এই কমিটির প্রধান অধ্যাপক মাহমুদ ওসমান ইমামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষজ্ঞদের মতামতের আলোকে ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে উল্লিখিত অসঙ্গতিগুলো নিরসনের সব প্রক্রিয়া এরইমধ্যে নেওয়া হয়েছে এবং এ কার্যক্রম এখনো চলমান, যেন পরীক্ষার্থীদের স্বার্থ পূর্ণভাবে সংরক্ষণ করা যায়।
এতে বলা হয়, ০৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার স্বল্পসংখ্যক প্রশ্নপত্রে কিছু অসঙ্গত ও ভুলত্রুটি চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কমিটি।
নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শুধুমাত্র এমসিকিউ অংশে অনাকাঙ্ক্ষিতভাবে এক সেট প্রশ্নপত্রের মধ্যে অন্য সেট প্রতিস্থাপিত হওয়ায় ইংরেজি বিষয়ের স্বল্পসংখ্যক প্রশ্নের ক্রমধারায় ত্রুটি এবং অ্যাকাউন্টিং বিষয়ের কিছু প্রশ্নের পুনরাবৃত্তি চিহ্নিত করা হয়েছে। তবে, নিশ্চিত করা যাচ্ছে যে এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন অনাকাঙ্ক্ষিত ত্রুটির কারণে পরীক্ষার্থীদের ফলাফল যাতে কোনোভাবে প্রভাবিত না হয় তা বিবেচনায় রেখে স্বচ্ছ প্রক্রিয়ায় এমসিকিউয়ের উত্তরপত্র মূল্যায়নের কার্যক্রম চলমান রয়েছে। ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ রয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হলো।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এফএইচ/আরএইচ