ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

শিক্ষা

‌‘প্রাইমারি শিক্ষার মান যাতে বাড়ে সেই চেষ্টা করছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
‌‘প্রাইমারি শিক্ষার মান যাতে বাড়ে সেই চেষ্টা করছি’ কথা বলছেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

গাজীপুর: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাইমারি শিক্ষার মান যাতে বাড়ে আমরা সেই চেষ্টা করছি। এছাড়া যেখানে প্রাইমারি স্কুল ভালো চলে সেখানে লোকজন প্রাইমারি স্কুলে ভর্তি করানোর জন্য ভিড় করে।

তিনি বলেন, আমরা দেখবো যেসব কিন্ডারগার্টেনগুলো চলে তারা যেন আমাদের জাতীয় কারিকুলাম প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য সেগুলো ফলো করে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গাজীপুরে অনুষ্ঠিত পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক দুই দিনব্যাপী রিডিং কনফারেন্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

শ্রীপুর উপজেলার ড্রিম স্কয়ার রিসোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি আরও বলেন, আমাদের দেশে একজন মানুষ তার বাচ্চাকে কোথায় পড়াবে সেটা তার নিজের সিদ্ধান্তের বিষয়।

তিনি বলেন, আমরা প্রাথমিক স্কুলের বইগুলো বিনামূল্যে দেই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ক্লাস থ্রি পর্যন্ত বইগুলো ৮৫ ভাগের ওপরে মাঠে চলে গেছে। এছাড়া আমাদের ৪/৫ ক্লাসের বই সেক্ষেত্রেও ৮৪ শতাংশ বই মাঠে চলে গেছে। আশা করি, ফেব্রুয়ারির মধ্যে প্রাইমারির বই পেয়ে যাবে।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) পরিচালক জিয়া আহমেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ আতাউল গণি, রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ 
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।