ঢাকা: খিলগাঁও মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইমাম জাফরের পদত্যাগ দাবি করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২ মার্চ) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
ফ্যাসিবাদের দোসর আওয়ামী প্রেতাত্মা, দালাল আখ্যা দিয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়।
কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কলেজ প্রদক্ষিণ করে। তারা কলেজ সংলগ্ন খিলগাঁও চৌরাস্তাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কলেজে এসে বিক্ষোভ ও মানববন্ধন পালন করে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, কৃষক লীগের সহ-সভাপতি এই অধ্যক্ষকে ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগ দেওয়া হয়। অধ্যক্ষ ইমাম জাফর কলেজে যোগদান করে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করেন। এরপর থেকেই তিনি দলবাজিকে প্রাধান্য দিয়ে আসছেন। ৫ আগস্টের পরও কলেজের যেসব শিক্ষক ফ্যাসিস্ট আমলে একচেটিয়া প্রভাব বিস্তার করে চলেছেন। ফ্যাসিস্ট সহযোগীদের নিয়েই এখনও কলেজ চালানোসহ তাদের নানাভাবে পৃষ্ঠপোষকতা করছেন তিনি।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের পৃষ্ঠপোষকতায় অযোগ্য আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের জন্য শিক্ষার মান এবং সুশাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে, চিন্তিত শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাদের দাবি পুনর্ব্যক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষের কার্যে ধারাবাহিকতা ও স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে। ফলে কলেজের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
এছাড়া অভিযোগ উঠেছে, যে অধ্যক্ষ ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ সমর্থনকারী শিক্ষকদের উচ্চ পদে স্থান দিয়ে অন্য শিক্ষকদের প্রতি বৈষম্য করছেন। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম হয়।
তারা আরও অভিযোগ করেন, অধ্যক্ষ বর্তমান এডহক ভিত্তিক কলেজ পরিচালনা পরিষদকে সুকৌশলে ধোঁকা দিয়ে বিগত দিনের স্থানীয় সাবেক কাউন্সিলার পলাতক আনিসের ভাই কলেজ শিক্ষক আরিফের নেতৃত্ব যারা কলেজে আধিপত্য বিস্তার করেছেন, তাদেরকেই অধ্যক্ষ নানা কৌশলে বিভিন্ন কলেজ কমিটিতে প্রাধান্য দিয়ে চলেছেন। তাদের নানাভাবে সহযোগিতা করছেন। তারা বহাল তবিয়তে কলেজে তাদের আধিপত্য বজায় রেখেছেন।
শিক্ষার্থীরা বলেন, কলেজ অধ্যক্ষ একজন ফ্যাসিবাদের দোসর। আওয়ামী দলীয় লোক তাকে দিয়ে কলেজ পরিচালনা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও বেগবান হবে। মানসম্মত শিক্ষা এবং সবার জন্য একটি সুস্থ, নিরাপদ শিক্ষণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
টিএ/এসআরএস