ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

শিক্ষা

২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২৪ দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের জন্য ক্লাস ছুটি থাকবে ১৮ মার্চ (মঙ্গলবার) থেকে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। অন্যদিকে অফিস ছুটি শুরু হবে ২৬ মার্চ (বুধবার) থেকে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ের মধ্যে শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য জরুরি সেবাসমূহ চালু থাকবে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।