ঢাকা: শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিন ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে প্রথম দিনের পরীক্ষা রাজধানীর ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুলের সামনে এ কথা জানায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, স্কলারস স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুলে।
সরেজমিনে কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, পরীক্ষা শেষে অভিভাবকরা কেন্দ্রের গেটের সামনে ভিড় করেছেন। পরীক্ষার্থীরা বের হয়ে তাদের অভিভাবকদের খুঁজে নিচ্ছেন। ভালো পরীক্ষা দেওয়ার তৃপ্তির হাঁসি ফুটে উঠছে তাদের মুখে। কেউ কেউ সহপাঠীদের সঙ্গে প্রশ্নের উত্তর মিলিয়ে নিচ্ছে।
পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে জানতে চাইলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ মাহিম বলে, এমসিকিউ খুবই ভালো হয়েছে। সহজ ছিল। কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন কঠিন ছিল। তবে তারপরও পরীক্ষা ভালো হয়েছে।
স্কলারস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উনাইমা এনহান জানায়, গদ্য অংশ থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন হওয়ায় একটু কঠিন হয়েছে। প্রশ্নগুলোও একটু কঠিন করে করেছে। তবে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সহজ ছিল।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান সাকিব বলে, সাধারণত আমরা গল্প, কবিতা, নাটক এগুলো পড়ে থাকি। এগুলো সহজ। কিন্তু প্রশ্ন করা হয়েছে প্রবন্ধ থেকে। এটাকে কঠিন বলব না। তবে আমরা প্রবন্ধে খুব একটা মনোযোগ দেই না দেখে কঠিন মনে হয়েছে।
এদিকে গণিত পরীক্ষার পরে ধর্ম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কৃষি পরীক্ষার জন্য কোনো বন্ধ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলছেন, কোনো ধরনের বন্ধ ছাড়া টানা চারটি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য চাপ হবে। বিশেষ করে ধর্ম পরীক্ষার আগে একদিন অন্তত বন্ধ প্রয়োজন ছিল বলে জানান অভিভাবকরা।
বেসরকারি চাকরিজীবী জুলফিকার আলীর ছেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। এই অভিভাবক বলেন, টানা চারটি পরীক্ষা শিক্ষার্থীদের ওপর ব্যাপক চাপ পড়বে। একদিন করে বন্ধ থাকলে তারা রিভিশন দিতে পারতো। এখন টানা পড়ে যেতে হবে।
নাইলা জামান নিশি নামের আরেক অভিভাবক বলেন, ইসলাম পরীক্ষায় বড় বড় অনেকগুলো অধ্যায় আছে। শিক্ষার্থীদের জন্য গণিত এখন যতটা না কঠিন, তার চেয়ে কঠিন এই ইসলাম পরীক্ষা। তাই এই পরীক্ষার আগে অন্তত একদিন বন্ধ দরকার ছিল।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসসি/এমজেএফ