ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষ‍া অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১২
জবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষ‍া অনুষ্ঠিত

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘ডি’ ইউনিটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মোট ২১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।



এবার ‘ডি’ ইউনিটে সর্বোচ্চ ৫৪০টি আসনের (মানবিক-৪১০টি, বিজ্ঞান-৮১টি, বাণিজ্য ও অন্যান্য-৪৯টি) বিপরীতে ৪২হাজার ৬৬২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ পরীক্ষার হল পরিদর্শন করেন। পরীক্ষ‍ার হল পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো: সেলিম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, প্রক্টর ড. অশোক কুমার সাহা এবং সহকারী প্রক্টরগণ উপস্থিত ছিলেন।

পরীক্ষ‍া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের যাতে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে ‍না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষ‍ার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে। ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট-এ (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১২
এমএসএস/সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।