ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

শনিবার পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রাইজ ইন রেড’ কর্মসূচি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
শনিবার পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রাইজ ইন রেড’ কর্মসূচি ঘোষণা ফাইল ছবি

ঢাকা: আন্দোলনের ধারাবাহিকতায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শনিবার (১৯ এপ্রিল) সারা দেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে বা গুরুত্বপূর্ণ স্থানে ‘প্ল্যাকার্ড হাতে মানববন্ধন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন ‘রাইজ ইন রেড’।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ফেসবুকে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’  নামে পেজে এ ঘোষণা দেওয়া হয়। আন্দোলনের সার্বিক আপডেট এই পেজে দিয়ে আসছেন শিক্ষার্থীরা।  

ফেসবুক পেজে বলা হয়েছে, শনিবার (১৯ এপ্রিল) আমাদের কর্মসূচির নাম ‘Rise in red’ (রাইজ ইন রেড) ঘোষণা করা হলো।

আন্দোলনের সার্বিক আপডেট এই পেজে দিয়ে আসছেন শিক্ষার্থীরা।

ফেসবুক পেজের তথ্যানুযায়ী, শনিবার সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে সকাল সাড়ে ১১টা থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে।  

এই কর্মসূচির আওতায় কুমিল্লায় ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হওয়ায় প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে।

পাশাপাশি, কারিগরি সেক্টরের বৈষম্য ধ্বংস ও ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনদুর্ভোগ সৃষ্টি না করে মহাসড়কের দুই পাশে বা গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ কর্মসূচি পালন করবেন বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এমআইএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।