ঢাকা: ছয় দফা দাবিতে রোববার (২০ এপ্রিল) সকাল ১১টা থেকে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে একযোগে শান্তিপূর্ণ জেলা ভিত্তিক সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।
শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে সংগঠনটির সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১১টা থেকে দেশের প্রতিটি জেলার পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে শান্তিপূর্ণভাবে সমাবেশ অনুষ্ঠিত হবে। জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো তুলে ধরাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকার জেলা সমাবেশ অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের নতুন সড়কে, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সংলগ্ন এলাকায়।
এর আগে, শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ‘রাইজ ইন রেড’ শিরোনামে একটি প্রতীকী কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলেও তারা প্রতিবাদ জানাতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেন।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে এক বৈঠকে অংশ নিলেও শিক্ষার্থীরা তাতে অসন্তোষ প্রকাশ করেন। এর আগে, বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় দফা দাবিতে ঢাকার সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এমএমআই/আরআইএস