ঢাকা: খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের এক দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
তাদের অনেকেই ‘বুয়েট স্ট্যান্ড উইথ কুয়েট’ হ্যাশট্যাগ দিয়ে ফেসবুকে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর একটায় বুয়েটের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পলাশি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসে। সেখানে বুয়েটের শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বুয়েটের শিক্ষার্থী আল ফারাবী বলেন, কুয়েট শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবির প্রতি বুয়েট শিক্ষার্থীরা পূর্ণ সংহতি প্রকাশ করছে। আমরা কুয়েটের শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নিয়ে তাদের অনশন ভঙ্গের ব্যবস্থা করার জোর দাবি জানাই। পাশাপাশি প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এফএইচ/এমজে